ePaper

শোক সংবাদ- মহাপ্রয়ানে স্বর্গীয়া বেবী রানী চৌধুরী ’

নিজস্ব প্রতিবেদক

জন্মসূত্রে বাটিকাডাঙ্গা, মাগুরা জেলাধীন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নৃপেন্দ্রনাথ বৈদ্য এর জেষ্ঠ্য কন্যা স্বর্গীয়া বেবী রানী চৌধুরী গতকাল মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে দুুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকাস্থ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পূর্বতন: পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি, ইতিহাসে উল্লেখ্য রাজবাড়ী জেলার, মনসামঙ্গলের “চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গা ডুবি” স্মৃতিধন্য হড়াইনদী কুলবর্তী ডাউকী, চন্দনী নিবাসী জমিদার পূর্ণ্য চন্দ্র চৌধুরীর কনিষ্ঠ পুত্র শ্রী নরেশ চন্দ্র চৌধুরী’র সহধর্মীনী ছিলেন। স্বর্গীয়া বেবী রানী চৌধুরী একজন অত্যন্ত মহৎ নিরহংকারী, পরোপকারী, ধার্মপরায়ন ও সাদামনের মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি তাঁর স্বামী, দুই কন্যা, নাতনী, জামাতা, আত্মীয়-পরিজন, বহু গুনগ্রাহী ও শুভাক্খাংী রেখে গেছেন। ডাউকী চৌধুরী বাড়ীর পারিবারিক শ্বশ্মানে তাঁকে সমাধিস্থ করা হয়েছে। উপস্থিত সকলেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর আত্মার চিরশান্তি কামনায় চৌধুরী পরিবারের পক্ষ থেকে-যথাযোগ্য শ্রদ্ধা নিবেদনে, ধর্মীয় ক্রিয়াচারের মাধ্যমে আদ্যশ্রাদ্ধসহ শ্বাস্ত্রমতে বিবিধ নিয়মকার্য পালনের দিনক্ষন স্থির করা হয়েছে। সেই উপলক্ষ্যে স্বর্গীয়া বেবী রানী চৌধুরীর পরমার্থিক আত্মার সদগতি ও শান্তি কামনায় ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ / ০১ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ: বুধবার আদ্যশ্রাদ্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *