ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে টাইগাররা। ম্যাচের আগে শেখ মেহেদী জানালেন প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া সেসব নিয়ে একদমই ভাবছেন না তিনি। দুবাইয়ে থাকা দেশি গণমাধ্যমকর্মীদের মেহেদী বলেন, ‘(চিন্তাভাবনা) নরমাল। আমরা যেভাবে আছি বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে সেভাবেই আছি বেশি কিছু চিন্তা করছি না। জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য (প্রস্তুত আছি)। প্রতিপক্ষ ভারত কী অস্ট্রেলিয়া এটা নিয়ে চিন্তা করছি না।’ পরে মুস্তাফিজকে নিয়ে মেহেদী জানান, ‘মুস্তাফিজ মাঠের ভেতরে আর বাইরে পুরো ভিন্ন। মুস্তাফিজ যখন মাঠের ভেতরে ঢোকে পুরো ভিন্ন। তার যে অভিজ্ঞতা সেটা তো আপনারা দেখছেনই। তিনি যেভাবে ডেলিভার করছেন একদম অবিশ্বাস্য। শুধু সাকিব (আল হাসান) ভাই কেন আমার মনে হয় বিশ্বের আরও অনেক বড় বোলারকেও তিনি ছাড়িয়ে যাবেন টি-টোয়েন্টিতে। মা শা আল্লাহ কারও যেন নজর না লাগে।’ভারত ম্যাচের হাইপ নিয়ে মেহেদী বলেন, ‘আসলে এটা তো আপনারা তৈরি করছেন। আমাদের মধ্যে এসব কিছু নেই। আমরা নরমাল যেভাবে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার সেভাবেই খেলব।’নিজের বোলিং নিয়ে মেহেদী জানিয়েছেন, ‘আসলে ভালোর তো কোনো শেষ থাকে না। মনে হয় যে আরও ভালো করতে পারলে হয়ত ভালো হতো। যা হয়েছে আলহামদুলিল্লাহ। একটা জিনিস ভালো- যখন যে খেলছে ডেলিভার করছে সঠিক ভাবে। এটা মা শা আল্লাহ একটা ভালো দিক। এটা যেন ক্যারি করতে পারে সবাই।’
