ePaper

নড়াইলে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উদ্যোগে এবং বারটান আঞ্চলিক কেন্দ্র, ঝিনাইদহ-এর ব্যবস্থাপনায় নড়াইলে অনুষ্ঠিত হলো ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার। গতকাল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আহসান মাহমুদ রাসেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান প্রধান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক। সেমিনারের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “সুস্বাস্থ্যের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও সুষম পুষ্টি অত্যন্ত জরুরি। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি-সচেতনতার অভাব রয়েছে। বারটানের এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূল প্রবন্ধে ফলিত পুষ্টির ধারণা, এর বাস্তব প্রয়োগ, খাদ্যনিরাপত্তা এবং সুস্বাস্থ্যের উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, কৃষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য দেন বারটান আঞ্চলিক ঝিনাইদহ কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন। শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ফলিত পুষ্টি বিষয়ক নানা প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞরা তার উত্তর প্রদান করেন। দেশের জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বারটানের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *