ফুলগাজী(ফেনী) প্রতিনিধি
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ফেনী, ফুলগাজী দারুল উলুম দাখিল মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকার সোমবার সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী উপজেলা শাখার সভাপতি জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রহমান, ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা ইয়াকুব মজুমদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. শেখ সাদী, মোহাম্মদ হারুন, ইমাম হোসেন পাটোয়ারী, বেলায়েত হোসেন, মো. মতিন, দুলাল চন্দ্র রায় ও মোহাম্মদ কাউসার। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র ও শিক্ষা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের সে আদর্শ অনুসরণে উৎসাহিত করেন। শেষে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
