মোহাম্মদ আলী, ভোলা
ভোলা জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাত ১১টা ১০ মিনিটের দিকে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য চরনোয়াবাদ মুন্সি বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নি.) মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীর নাম মো. জসিম (৪৪)। তিনি মধ্য চরনোয়াবাদ এলাকার মৃত বিবি হাজেরার ছেলে এবং আবুল কালামের সন্তান। তার বাড়ি ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডে। আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
