চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটুকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহমেদ আশিক সংগঠনিক ক্ষমতাবলে এ বহিষ্কার ঘোষণা দেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় নোটিশে জানানো হয়েছে, বহিষ্কারের ফলে জহিরুল ইসলাম টিটু আর কোনোভাবেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্য্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে প্রাথমিক সদস্যপদ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে। এ সময় সভাপতি হাবিব আহমেদ আশিক বলেন, “দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।” অত্র নোটিশের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির হামিম মল্লিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। তাঁকে সংগঠনের চলমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, এ সিদ্ধান্তের মাধ্যমে সাংগঠনিক শৃঙ্খলা আরও সুসংহত হবে এবং কেন্দ্রীয় কমিটির কার্য্যক্রম গতিশীলভাবে পরিচালিত হবে।
