নিজস্ব প্রতিবেদক
সংবিধান কারো পৈতৃক সম্পত্তি না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটি পাকিন্তানের সংবিধান বানানোর ম্যান্ডেট নিয়ে ভোট পেয়েছিলেন। সারজিস আলম আজ বুধবার বিকালে নরসিংদী শিবপুর ইটাখোলা তাহমিদ চত্তরে পথ সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, ফ্যাস্টিস্ট সরকার বিগত দিনে যে ভাবে চাঁদা বাজি, টেন্ডার বাজী করে লুটপাট করেছে আর কেউ যেন তা করতে না পারে তার জন্য সংবিধান নতুন করে লিখতে হবে। আর বংশগত ও রক্তের বড়াই দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের যে অসম সুবিধা দেওয়া হত, আজকাল সংবিধান কমিটির সদস্যদের সন্তানদের সেরকম অসমভাবে মুজিববাদী সংবিধানের পক্ষে দাড়িয়ে আছে। পথসভা শেষে ঘোষনা পত্র বিতরন কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক সারোয়ার আলম, শিবপুর উপজেলা আহ্বায়ক তারিফ আহসান, মনোহরদী উপজেলার মাসুম বিল্লাহ, নরসিংদী সদরের গোলাম রাশেদ তলম, পলাশের সাইদুল ইসলামসহ হাজারো ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করেন। কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থান ইটাখোলা, ভেলানগর জেলখানার মোড়, বড় বাজারসহ পথসভা ও লিফলেট বিতরণ করেন তারা। সারজিস আলম আরো বলেন, আর ফ্যাস্টিস্ট সরকারের মত আর কেউ যেন চাঁদা বাজি, টেন্ডার বাজি করতে না পারে তার জন্য সকলকে লক্ষ্য রাখতে হবে। আমরা এই ঘোষনা পত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরেছি, যাতে তারা দেশের কল্যাণে এগিয়ে আসতে পারে। আর সকল মানুষকে এই ঘোষনা পত্রেরসাথে যুক্তহয়ে কাজ করার আহ্বান জানান তিনি।