নিজস্ব প্রতিবেদক
দেশের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস দ্বিতীয়বারের মত অর্জন করলো সুপারব্র্যান্ডের স্বীকৃতি। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজিত অনুষ্ঠানে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে এই সম্মান জানানো হয়। সুপারব্র্যান্ডস বিশ্বের ৯০টি দেশে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে আসছে। “চৎড়সরংব ড়ভ চবৎভবপঃরড়হ” স্লোগান ধারণ করে ২০১২ সালে যাত্রা শুরু করা আকিজ সিরামিকস অল্প সময়ের মধ্যে দেশের সবচেয়ে বড় টাইলস ব্র্যান্ডে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত টানা ৬ বার সিরামিকস ক্যাটাগরিতে “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড” পেয়েছে। এর আগে ২০২৩-২৪ সালে প্রথমবারের মতো সুপারব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছিল। আধুনিক লাইফস্টাইলের সঙ্গে মানানসই আকিজ সিরামিকসের মানসম্মত ডিজাইনের টাইলস দেশজুড়ে গৃহ ও বাণিজ্যিক স্থাপনায় ব্যবহার হচ্ছে। সিরামিকস ইন্ডাস্ট্রিতে এ নতুন বেঞ্চমার্ক স্থাপনের মাধ্যমে আকিজ সিরামিকস গ্রাহকের আস্থা ও গুণমানের মান অটুট রাখার আশা প্রকাশ করছে।
