রবিউল করিম(ঢাকা) ধামরাই
নারী শ্রমিককে বাঁচাতে সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় মো. শাহিনুর ইসলাম (২৩) নামের এক পুলিশ সদস্য মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার রাত ৮ টায় ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা মাহমুদা এ্যাটায়ার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য মানিকগঞ্জ পুলিশ লাইনে কর্তব্যরত ছিল। সরকারি জরুরি ডাক ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক স্বপন জানান, এক নারী পোশাক শ্রমিক এদিক-ওদিক না তাকিয়ে রাস্তা পারাপারের সময় মানিকগঞ্জের দিক থেকে দ্রুত একটি মোটর সাইকেল আসতে থাকে। নারী শ্রমিককে বাঁচাতে অতর্কিতভাবে ব্রেক করলে রাস্তায় পরে যায়। মাথায় প্রচণ্ড আঘাত পায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের পুত্র শাহিনুর ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন। নিহত পুলিশ সদস্য শাহিনুরের ২ বছরের পুত্র সন্তান রয়েছে। নিহতের পিতা দেশে ফেরার পর কবর দেওয়া হবে এমন তথ্য পাওয়া যায়। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। নিহত পুলিশ সদস্যদের মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
