মাগুড়া প্রতিনিধি
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মো. মনু মিয়া নামে ট্রাকের এক হেল্পার নিহত হয়েছে। নিহত মনু মিয়া মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামের আব্দুল জলিল কাজীর ছেলে। নিহতের বড় ভাই ইমামুল জানান, মনু মিয়া পেশায় একজন ট্রাকের হেল্পার। সে আজ ভোর রাতে বাড়ি থেকে বের হয় মাগুরার শালিখা থেকে প্লাইউড বোর্ড ট্রাকে লোড দিয়ে ফরিদপুর নিয়ে যাওয়ার জন্য। পরে সকাল ৮ টার দিকে খবর পাই মাগুরা হাইওয়ে থানার সামনে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর কবীর জানান, বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে মাগুরা- ফরিদপুর মহাসড়কের রামনগর হাইওয়ে থানার সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের থাকা গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের হেল্পার মারাত্মক ভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যার বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। এদিকে ট্রাকের চালক পলাতক রয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে মাগুরা হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে।
