সাহেদ চৌধুরী, ফেনী
ফেনী স্টেশন রোড মাইক্রোকার শ্রমিক সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২ জন ভোটারের মধ্যে ১৫৬ ভোটার উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে ৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল্লাহ, নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী সবুজ পেয়েছেন ৫৮টি ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ পাভেল তার প্রাপ্ত ভোট সংখ্যা ৯৮ টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ কাজী মাসুদ পেয়েছেন ৪৯ টি ভোট। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলিম তার প্রাপ্ত ভোট ৭১ টি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রেজাউল তার প্রাপ্ত ভোট ৫৯ টি। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নোমান তার প্রাপ্ত ভোট সংখ্যা ৮৪ টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সোহাগ তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪৮ টি। লাইন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোঃ মাসুম তার প্রাপ্ত ভোট সংখ্যা ৭৮ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রায়হান তিনি পেয়েছেন ৫৬টি ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয়েন্ট সেক্রেটারি একরাম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হৃদয় প্রধান। নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন এয়ার আহমদ পেয়ার, দপ্তর সম্পাদক ফেনী রেলওয়ে মাইক্রো কার মালিক সমিতি। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ জহির উদ্দিন, সদস্য ফেনী রেলওয়ে মাইক্রোকার মালিক সমিতি। সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন মহিউদ্দিন মনির আহমদ, কফিল উদ্দিন, আব্দুল কাইয়ুম। উক্ত ফলাফল পরিচালনা ও ঘোষণা করেন খোরশেদ আলম পারভেজ। উক্ত ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাহী সদস্য নাসির ইমাম বুট্টু, স্টেশন রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ন আহবায়ক সাইফুর রহমান সাইফুর ও সদস্য সচিব বাপ্পা খন্দকার প্রমুখ। এ সময় আরো উপস্হিত ছিলেন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
