আহসান বিশ্বাস, কুষ্টিয়া
কুষ্টিয়ায় জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতা কর্মীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কুষ্টিয়া চাইনিজ কারামায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, প্রিয় কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ সকল সাংবাদিক ভাই ও বোনেরা সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা আপনাদের জ্ঞাতার্থে জানাইতেছি যে, কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়িক কমিটি ৪ নভেম্বর ২০২৪ অনুমোদিত হয়। আমাদের সকলের প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও শেখ হাসিনার ১৬ বছরে কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করবেন। কিন্তু গত ৪ নভেম্বর ২০২৪ তারিখে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সেই কমিটিতে আমরা দেখতে পেলাম পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে দীর্ঘ ১৬ বছর যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যাদের যোগ্যতা রয়েছে ও যাদের নামে অসংখ্য মামলা রয়েছে তাদেরকে সম্পূর্ণরূপে মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে ওই কমিটিতে যুগ্ম আহবায়ক ও সদস্য পদে যারা স্থান পেয়েছেন তাদের অধিকাংশই আহবায়ক ও সদস্য সচিবের একান্ত আস্থাভাজন ও অনুগত যাদের অধিকাংশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী সরকারের সাথে আতাতের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ঐ পরিস্থিতিতে আমরা ত্যাগী, বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকে ঐ বিতকিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে গত ০৬ নভেম্বর ২০২৪ তারিখে বিক্ষোভ মিছিল এবং গত ১৭ নভেম্বর ২০২৪ তারিখে মানববন্ধন কর্মসূচি সফল করি। এর পাশাপাশি ঐ কমিটি বাতিলের দাবিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জনাব আমানউল্লাহ আমানসহ বিভাগীয় সকল নেতৃবৃন্দের কাছে আমাদের অভিযোগ লিখিত আকারে প্রেরণ করেছি। আমরা প্রত্যাশা করেছিলাম খুব শীঘ্রই আমাদের সমস্যার সমাধান আমরা পাব। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় আমরা ভীষনভাবে আশাহত। তাই আমাদের দাবি আদায়ের চলমান লড়াইকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমারা নতুন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহন করেছি। তিন দিনব্যাপী কর্মসূচি: ১। ৮ই জানুয়ারি ২০২৫ বিতর্কিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ২। ১২ই জানুয়ারি ২০২৫ বিএনপি’র কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন। ৩। ১৬ই জানুয়ারি ২০২৫ কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ। অতএব, সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের ন্যায় সঙ্গত দাবির প্রতি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি এবং আপনাদের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলি মিডিয়ায় প্রচার ও প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি।