রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী মহিলা পরিষদের আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে গতকাল মঙ্গলবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত সভাপত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নমিতা দাস, লিগ্যাল এইডস সম্পাদক রেহেনাজ পারভীন সালমা, হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক রাজেশ কুমার মন্ডল, সাবেক যুগ্ম-মহাসচিব বাসুদেব মন্ডল মন্ডল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়া, উদীচী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এজাজ আহমেদ, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির রাজবাড়ী জেলা শাখার সদস্য অরুণ কুমার সরকার, ধীরেন্দ্রনাথ দাস, ফকির শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান। বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজায় যদি আমরা সাম্প্রদায় সম্প্রীতি বজায় না রাখি, সাম্প্রদায়িকতা থাকবে না। ধর্ম নিরপেক্ষতায় ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে অনেক বিধ্বংসী ঘটনা ঘটেছে একটিরও সুষ্ঠু তদন্ত বা বিচার হয় নাই। অতিদ্রুত তদন্ত করে বিচার করতে হবে। এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
