সহীদুল ইসলাম, কামারখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গড়াই ও মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে ইউনিয়নের ফুলবাড়ী ও গন্ধখালী গ্রামের প্রায় ২৫টি পরিবারের ঘরবাড়ী, জমিজমা ভেঙ্গে সর্বশান্ত করে ফেলেছে। এর মধ্যে কেহ নদীর সাথে সংগ্রাম করে অনেকে বাড়ীর করার মত জমিজমা না থাকার কারনে নদীর কুলেই বসবাস করছে আবার অনেকে নদীতে জমি ফেলে ঘর নিয়ে অন্যত্র চলে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হলো-(১) মোঃ দেলোয়ার সর্দার, পিং- ছালেক সর্দার (২) মোঃ কামরুল বিশ্বাস ,পিং- মৃতঃ মোসলেম বিশ্বাস (৩) মোঃ রজব পিং-মৃত কাশেম সেখ (৪ মোঃ কাইউম আলী , মৃত মালেক সর্দার (৫) এস.এম. দাউদ সর্দার , পিং মৃত- খালেক সর্দার (৬) মোঃ উজ্জ্বল .পিং- মৃত মালেক সর্দার (৭) মোঃ আলম, পিং- এদন মোল্যা (৮) মোঃ সাহিদ সেখ পিং- সামাদ সেখ (৯) মোঃ রজব পিং- মৃতঃ সামছেল সেখ (১০) ফজলু লস্কর পিং-মৃতঃ নিহার লস্কর (১১) কওছার বিশ্বাস, পিং মৃতঃ সাহিদ বিশ্বাস (১২) মোঃ টুকু মোল্যা (১৩) টোকন মোল্য, উভয় পিং- মৃতঃ আঃ রউফ মোল্যা (১৪ ) মোঃ সবুর শেখ ,পিং-মৃতঃ ছালাম সেখ (১৫) মোঃ নায়েব আলী পিং- মৃত মালেক সর্দার সর্ব সাং ফুলবাড়ী (১৬) মোঃ মোশারফ মৃধা , পিং-মৃতঃ সামছেল মৃধা(১৭)মোঃ হিমায়েত মৃধা , পিং-মৃতঃ গোলাম মৃধা (১৮) মোঃ সিরাজ মৃধা, পিং- মোঃ নুরুল মৃধা (১৯) মোঃ সাহাদত মৃধা, পিং-লস্কর মৃধা (২০) মোঃ সাইদুর রহমান পিং মৃতঃ রিয়াজ(২১) মোঃ রউফ মৃধা পিং-মৃত রশিদ মৃধা(২২)মোঃ ফুরাদ মৃধা (২৩) মোঃ সিরাজ মৃধা, উভয় পিতাঃ মৃতঃ নওশের মৃধা(২৪) মোঃ আইউব আলী মোল্যা, পিং- মৃতঃ ফায়েক মোল্যা(২৫) মোঃ মতিয়ার রহমান মোল্যা, পিতাঃ মৃতঃ বাহাদুর মোল্যা সর্বসাং গন্ধখালী। এবার নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় এবার এই পচিঁশটি সহ আরো অনেক পরিবার সর্বশান্ত হয়ে যাবে। তাই সরেজমিনে স্থানীয় সরকারের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান (বাচ্চু), উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের এসে সচিত্র দেখে সার্বিক সাহায্যে সহযোগীতা করার জন্য ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবার সহ আরো অনেক আশঙ্ক ক্ষতিগ্রস্থ পরিবার জোরালো দাবী করেন।