ePaper

দাহ করার আগমুহূর্তে ‘মৃত’ নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন ৮৬ বছরের এক বৃদ্ধা। তাকে মৃত ভেবে দাহ করার জন্য শ্মশানে নেওয়া হয়েছিল, কিন্তু শেষকৃত্যের আগমুহূর্তে দেখা যায় তিনি জীবিত।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেশটির ওড়িশা রাজ্যের পুরীতে। মূলত দাহ করার আগে নিরাপত্তাকর্মীরা তার শ্বাসপ্রশ্বাস লক্ষ্য করেন এবং হাসপাতালে পাঠান।সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পরিবারের এক সদস্য জানান, অন্ধ্র প্রদেশের বাসিন্দা পি. লক্ষ্মী মেয়ের জামাইয়ের বাড়ি গঞ্জাম জেলার পোলাসারা এলাকায় এসেছিলেন। সেখানে হঠাৎই তিনি অচেতন হয়ে পড়েন। চোখ না খোলা ও শ্বাসপ্রশ্বাস না থাকার কারণে পরিবার ভেবেছিল তিনি মারা গেছেন।এরপর স্থানীয়দের খবর দেওয়া হয় এবং পুরীর স্বর্গদ্বার শ্মশানে দাহ করার জন্য গাড়ি ভাড়া করা হয়। কিন্তু শ্মশানে আনুষ্ঠানিকতা চলাকালে নিরাপত্তারক্ষী ও কর্মীরা লক্ষ্য করেন, তিনি শ্বাস নিচ্ছেন।স্বর্গদ্বারের ম্যানেজার ব্রজ কিশোর সাহু জানান, দাহ করতে হলে মৃত ব্যক্তির ও আবেদনকারীর আধার কার্ড এবং মৃত্যুসনদ— এই তিনটি কাগজপত্র বাধ্যতামূলক। পরিবার মৃত্যুসনদ দিতে পারেনি। তিনি বলেন, “আমরা যখন মৃত্যুসনদ আনতে বলছিলাম, তখনই নিরাপত্তারক্ষী বুঝতে পারেন ওই নারী আসলে শ্বাস নিচ্ছেন।”পরে স্বর্গদ্বারের কর্মীরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে পুরী হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের চিকিৎসক জানান, ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। তার হৃদযন্ত্র ও কিডনি সচল থাকলেও মস্তিষ্ক সাড়া দিচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *