ePaper

ট্রট ভেবেছিলেন, বাংলাদেশ এশিয়া কাপে কয়েকবারের ‘চ্যাম্পিয়ন’

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। সুপার ফোরে উঠতে হলে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। এমন ম্যাচের আগেই আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটের মন্তব্য চমকে দিল সবাইকে। সংবাদ সম্মেলনে ট্রট বললেন, ‘আপনি যদি ইতিহাস দেখেন, বাংলাদেশ এই প্রতিযোগিতা কয়েকবার জিতেছে।’ সঙ্গে সঙ্গেই আফগানিস্তান মিডিয়া ম্যানেজার তাকে সংশোধন করে দেন।

এমন তথ্যে আফগান কোচ বেশ অবাক হন। সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি নিশ্চিত?’ এরপরও তিনি বলেন যে বাংলাদেশ একবার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ জিতেছে। তবে শেষমেষ গুগল করে দেখেই তিনি নিশ্চিত হলেন যে বাংলাদেশ এখনো পর্যন্ত একবারও এশিয়া কাপ জিততে পারেনি। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ‘আমি ভেবেছি তারা চ্যাম্পিয়ন হয়েছে।’এশিয়া কাপে তিনবার ফাইনালে খেললেও শিরোপা ছোঁয়া হয়নি বাংলাদেশের। এবারের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় আছে লিটন দাসের দল। তবে আফগান কোচ বাংলাদেশকে সমীহ করছেন। তার মতে, ‘বাংলাদেশের সব সময় ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় থাকে। এ কারণে চ্যালেঞ্জটা কঠিন। আমরা কয়েকদিনের বিরতি পেয়ে মানসিকভাবে ও শারীরিকভাবে সতেজ হয়েছি। গরমের মধ্যেও খেলোয়াড়েরা প্রস্তুত।’বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করার আত্মবিশ্বাসও ঝরল তার কণ্ঠে, ‘বাংলাদেশের বিপক্ষে সব সময় লড়াই হয়। আমরা ভালো খেলতে চাই এবং জয়ের দিকেই তাকিয়ে আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *