ePaper

এগিয়ে চলছে নাংলা ইউপি ভবনের মেরামত ও সেবা গ্রহীতার গোলচত্বর নির্মাণ কাজ

মো. রুহুল আমিন রাজু, জামালপুর

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদের ভবন মেরামত কাজ, সেবা গ্রহীতার বসার স্থান গোলচত্বর নির্মাণের কাজ ইউনিয়ন পরিষদের ইলেকট্রনিকস লাইনের মেরামত, স্যানিটারী লাইন মেরামত, ইউনিয়ন পরিষদের ভবনের বিভিন্ন মেরামতের কাজ যেমন ভবনের রং করণ, দরজা, জানালা মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং ইউনিয়ন পরিষদের ভবন দীর্ঘদিন যাবত জরাজীর্ণ ও অকেজো হয়ে যাওয়ায় কারণে ইউপি অফিসের লোকজন, চেয়ারম্যান ও সদস্যরা, সেবা গ্রহীতারা চরম ভোগান্তিতে পড়ছেন। তাই ভোগান্তি লাগবের জন্য ইউনিয়ন পরিষদের ভবন জরুরি মেরামত করা প্রয়োজন বিধায় সরকারি নগদ টাকা পয়সা কোন প্রকার বরাদ্দ না, থাকলেও ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে ইউনিয়ন পরিষদের ভবনের এইসব মেরামতের কাজ করে চলছেন বলে নাংলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বায়োজিদ এই প্রতিবেদককে জানিয়েছেন। এ বিষয়ে নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা জানান, দীর্ঘদিন যাবত জরাজীর্ণ নাংলা ইউনিয়ন পরিষদের ভবনের দরজা, জানালা থেকে শুরু করে ইলেকট্রনিকস লাইন, স্যানিটারী লাইনসহ সেবা গ্রহীতার জন্য বসার স্থান গোলচত্বর নির্মাণ কাজ করা জরুরি হইয়া পড়ায় আমি আপাতত নিজ অর্থায়নে এইসব কাজের জরুরি মেরামত করছি। আমি আশাবাদী স্থানীয় সরকার প্রশাসন ও উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমার ৪নং নাংলা ইউনিয়ন পরিষদ ভবনটির মেরামতের কাজসহ সেবা গ্রহীতাদের গোলচত্বর নির্মাণের জন্য সরকারি অর্থ জরুরিভাবে বরাদ্দের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *