রবিউল করিম(ঢাকা) ধামরাই
ঢাকার ধামরাইয়ে “মাদককে না করি, খেলাধুলায় এগিয়ে আসি” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে বরাটিয়া প্রগতি সংঘের মাঠে, যার আয়োজন করেছে বরাটিয়া প্রগতি সংঘ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সূতিপাড়া বনাম জাহাঙ্গীরনগর। খেলার শুভ উদ্বোধন করেন মো. আব্দুল রউফ মাওলানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ল্ডের সফল মেম্বার ও সুতি পাড়া ইউনিয়নের পরিষদের সদস্য ইমদাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউসুফ আলী, ব্যবসায়ী নাজিমুদ্দিন ও আবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এবং রানারআপ দল পাবে ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি। খেলাটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লুক চলে আসে।
