ePaper

‘যে কোনো দলকে হারাতে পারি’, ওমানকে হারিয়ে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

ওমানকে হারিয়ে ভারতকে এক রকম হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আগামীকাল রোববার এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে। তার আগেই লড়াইয়ের দামামা বাজিয়ে দিলেন পাক অধিনায়ক।এশিয়া কাপের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষে পাকিস্তান কত বড় ব্যবধানে জিতবে সেই আলোচনাই চলার কথা। যদিও নিজেদের ব্যাটিংয়ে ঠিক আহামরি প্রদর্শনী দেখাতে পারেনি পাকিস্তান। বিপরীতে বোলিংয়ে সম্ভাবনার ইঙ্গিত দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে মুখ থুবড়ে পড়েছে। ১৬০ রান তাড়া করতে গিয়ে তারা মাত্র ৬৭ রানেই অলআউট হয়। ফলে ৯৩ রানের বড় জয়ে টুর্নামেন্ট শুরু করে সালমান আগার দল।

ওমানের বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসী আগা। পাক অধিনায়ক বলছেন, ‘গত দু’-তিন মাস ধরে আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি। আমি কথাটা বার বার বলছি। ত্রিদেশীয় সিরিজ জেতার পর এশিয়া কাপের প্রথম ম্যাচেও সহজ জয় পেয়েছি আমরা। এ রকমই ভালো ক্রিকেট খেলতে চাই। পরিকল্পনা অনুযায়ী খেললে যে কোনও দলকে হারাতে পারি আমরা।’পাকিস্তানের অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, ভারতকে তারা গুরুত্ব দিলেও বাড়তি সমীহ করছেন না। পরপর ম্যাচ জেতায় দলের সবাই যথেষ্ট আত্মবিশ্বাসী। ইতিবাচক মানসিকতা নিয়েই সূর্যকুমারদের বিরুদ্ধে মাঠে নামবেন তারা। যদিও ওমানের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। মোহাম্মদ হ্যারিস (৪৩ বলে ৬৬) ছাড়া আর কেউ ভালো রান করতে পারেননি। ওমানের বোলিং আক্রমণের সামনে আঘার দলের পাঁচ ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। ওপেনার সাইম আয়ুব এবং আঘা নিজে শূন্য রানে আউট হয়েছেন। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছেন সূর্যকুমাররা। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ জিতেছে ৯৩ রানে। রোববার মুখোমুখি হবে দু’দল। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তান শেষ বার মুখোমুখি হয়েছিল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *