রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে পরিচালিত তিনটি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনটি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এসব কারখানা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বিচ্ছিন্ন হওয়া কারখানাগুলো হলো- তামাই বাজারের মহব্বত ডাইং, তামাই উত্তরপাড়ার (রয়নাপাড়া) আনোয়ার/বাংলাদেশ ডাইং ও তামাই কালিয়া পাড়ার নুর ইসলাম ডাইং। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তামাই জোনের কর্মচারিদের দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বেলকুচি থানা পুলিশ সদস্য ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তুহিন আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
