মোহাম্মদ আলী, ভোলা
ভোলায় আবারও বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে র্যাব-৮। পরিবেশ ধ্বংসকারী এই নিষিদ্ধ পণ্য বারবার আটক হলেও ব্যবসায়ীরা নতুন করে বাজারজাত করতে পিছপা হচ্ছেন না। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি বিশেষ দল ভোলায় অভিযান চালিয়ে ১৩ বস্তা অবৈধ পলিথিন জব্দ করে। উদ্ধারকৃত পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। র্যাব-৮ এর ভোলা, কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মো. শাহরিয়ার সজীব সাংবাদিকদের জানান, “পলিথিন একটি নিষিদ্ধ ও পরিবেশ ধ্বংসকারী পণ্য। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে আনা পলিথিন জব্দ করা হয়। এগুলো এমএস সরদার হার্ডওয়্যার থেকে ভোলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।” অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বলেন, “জব্দকৃত মালামাল আমাদের কার্যালয়ে রাখা হবে। বৃহস্পতিবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টেন্ডারের মাধ্যমে এগুলো বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।” স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোলার বিল্লাল হোসেন, মোহাম্মদ নাসির, ফরহাদ, ফারুকসহ কয়েকজন ব্যবসায়ী অবৈধভাবে পলিথিনের ব্যবসা চালিয়ে আসছেন। প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে পণ্য জব্দ করলেও বারবার নতুন করে এ ব্যবসা শুরু হচ্ছে।
