ePaper

রিংকুর ডান হাতের চেয়ে বাঁ হাতের ওজন কম, কারণ জানালেন নিজেই

স্পোর্টস ডেস্ক

রিংকু সিংয়ের মারা ছক্কাগুলো যে কোনো ক্রিকেট ভক্তকেই চোখের প্রশান্তি দেয়। কিন্তু রিংকু যদি ডানহাতি হতেন তাহলে কি তার ব্যাট থেকে আরও বড় বড় ছক্কা দেখা যেত? রিংকু নিজেই এই প্রশ্ন সামনে এনেছেন। জানিয়েছেন, তার বাঁ হাতের ওজন ডান হাতের তুলনায় এক কেজি কম।এমনটার কারণও জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার। ছোটবেলায় তার বাঁ হাতে একটি বানর কামড় দিয়েছিল। ভারতে একটি পডকাস্ট অনুষ্ঠানে রিংকু বলেন, ‘তখন ছোট ছিলাম। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে ভাইয়ের সঙ্গে মাঠে যাচ্ছিলাম। হঠাৎ একটা বানর এসে আমার বাঁ হাতে কামড় দেয়। চিৎকার করছিলাম। ভাই ছাড়া সেখানে আর কেউ তখন ছিল না।’‘ভাই পাথর ছুঁড়ে বানরকে তাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু আমার বাঁ হাত কামড়ে ধরেছিল বানর। যখন হাতটা ছাড়ল দেখি আমার হাত থেকে অনেকটা মাংস তুলে নিয়েছে। হাতের হাড় বেরিয়ে পড়েছিল। এত রক্ত বের হচ্ছিল যে, দেখে সবাই ভয় পেয়েছিল, আমি আর বাঁচব কি না।’বানরের এই কামড়ের অভিজ্ঞতা শুধু শারীরিক নয়, মানসিক ভাবেও রিংকুর ওপর প্রভাব ফেলেছিল। যা কাটিয়ে উঠতে বেশ কিছু দিন সময় লেগেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *