ePaper

বাসনা যুবক সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

রবিউল করিম,ধামরাই

ঢাকার ধামরাইয়ে “সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামে মাদককে না করি, খেলাধুলায় এগিয়ে আসি” এই স্লোগানকে সামনে রেখে বাসনা যুবক সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৫। মঙ্গলবার বাসনা কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় /নক আউট পর্বের তৃতীয় ম্যাচ টি। মুখোমুখি হয় গাজীরচট ফুটবল একাডেমি, আশূলিয়া বনাম স্বপন স্মৃতি ফুটবল একাডেমি, সাটুরিয়া। ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে বিজয়ীরা একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে দেওয়া হবে একটি ফ্রিজ পুরস্কার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী হাসান সাদ্দাম। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা জেলা মো. ওবায়দুর রহমান আলাল। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম আকাশ, এস. ডি. বকুল, কোষাধ্যক্ষ, বাসনা কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদরাসা। খেলা টি সার্বিক পরিচালনা করেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ইসমাইল হোসেন সুমন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সমিতি মো. মোয়াজ্জেম হোসেন পাখি সহ-সভাপতি বাসনা যুবক সমিতি। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ বিনোদনে এগিয়ে আনার লক্ষ্যেই এ আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *