ePaper

এই সুখে যেন কারও নজর না লাগে, কেন বললেন পরীমনি

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ ও নানা শামসুল হক গাজীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে এখন পরীমনির পথচলা। ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে আবারও কাজে নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি ক্যারিয়ারের প্রধম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস জিতেছেন পরীমনি। সেই অ্যাওয়ার্ডস নিয়ে বাসায় ফিরে আবেগে ভাসলেন অভিনেত্রী।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে এই অনুভূতি ভাগ করে নিয়েছেন পরীমনি। পোস্টে তিনি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর!’সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে অভিনেত্রী আরও লিখেন, ‘শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’পরীমনির পরবর্তী সিনেমার নাম ‘গোলাপ’। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু করার কথা রয়েছে তার। এ সিনেমায় পরীমনির বিপরীতে রয়েছেন নিরব। এই দুই তারকার প্রথম সিনেমা এটি, যার পরিচালক সামছুল হুদা।এর আগে পরীমনি ‘ডোডোর গল্প’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। বছর দুয়েক আগে শুরু হয় ছবিটির শুটিং। এই ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *