হামিদুল্লাহ সরকার,নীলফামারী
নীলফামারীর উত্তরা ইপিজেডে গুলিতে নিহত শ্রমিকের পরিবারের জন্য কমপক্ষে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দায়িদের বিচার নিশ্চিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। নীলফামারী প্রেসক্লাবে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন সংবাদ সম্মেলন করেছে। নীলফামারীর উত্তরা ইপিজেড এ রাষ্ট্রীয় বাহিনী কর্তিক শ্রমিক হাবিব হত্যার প্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে অবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিত করন নিহত শ্রমিক পরিবারকে কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান ইপিজেডসহ সকল শিল্পাঞ্চলে অবাধ ট্রেড ইউনিয়ন প্রদান শ্রমিক ছাটাই চাকুরিচ্যুতি ছুটি কালো তালিকা ভুক্তি ও রাষ্ট্রীয় দমন প্রিরণ বন্ধ সহ অধিকার আন্দোলনের ১০ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ ক্রমিক আন্দোলন গড়ে তোলা সহ চাল ডাল তেল নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম কমানো এবং পোশাক শ্রমিকদের স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে আন্দোলনের লক্ষ্যে বক্তব্য বলেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল, মোশরেফা মিশু, শারমিন সুলতানা মৌসুমী, তোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজু আহমেদ।
