ফয়সাল আলম সাগর, কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শামসু আলম (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে দক্ষিণ রাজঘাট কচু তমা মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত শামসু আলম ওই এলাকার মৃত আহমদিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের আগে বাড়ি ফেরার পথে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তার পা শরীর থেকে বিচ্ছিন্ন করে মৃত্যু নিশ্চিত করা হয়। স্থানীয়দের অভিযোগ, এ হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন একই এলাকার জামায়াত নেতা ইসহাক। জমি নিয়ে শামসু আলমের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুমিত্র বড়ুয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি-সংক্রান্ত বিরোধের কারণেই হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।” মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হোসাইন মাসুম দাবি করেন, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। জামায়াত নেতা ইসহাকের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।” মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।” ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
