ePaper

জাতীয় সংসদ নির্বাচন, মৌলভীবাজার-৪ আসনের সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক প্রস্তুতি

মো. আফজল হোসেইন, শ্রীমঙ্গল

নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার পর থেকেই মৌলভীবাজার-৪ আসনের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে শুরু করেছে। সময় যতই এগিয়ে আসছে ততোই প্রার্থীদের মাঝে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ বাড়াচ্ছে। শ্রীমঙ্গল-কমলগঞ্জ দুটি উপজেলা নিয়ে মৌলভীবাজার ৪ সংসদীয় আসন গঠিত যা আসনটি দেশের অন্যান্য আসন থেকেও ভিন্ন। এ যাবৎ যতগুলো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বড় ধরনের সহিংসতার কোনো ঘটনা ঘটেনি আসনটিতে। এছাড়াও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে আলোচনায় বার বার ভোটারদের মাঝে উঠে এসেছে। আওয়ামী লীগের ঘাটি হিসেবে আসনটি বেশ পরিচিত। আবার অনেকেই মনে করছেন কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে দমাতে গিয়ে বিগত আওয়ামী লীগ সরকার নিপীড়নের পথ বেছে নেয়। দলটির অপকর্মের কারণে ভোটার অনেকেই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। ফলে দলটির জনসমর্থন একেবার তলানিতে পৌঁছেছে। রাজনৈতিক ব্যক্তিগণ মনে করছেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ এবং ভিন্ন মতাদর্শের উপর দমন-পীড়ন দলটির নির্বাচনে অংশগ্রহণে নিজেরাই বাধা সৃষ্টি করেছে। যার ফলে অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টাও করবে। এদিকে আসনটিতে চা জনগোষ্ঠী ও আদিবাসীদের শক্তিশালী ইউনিট রয়েছে তাদের সমর্থন আদায় করা কারও কারও জন্য সহজ হলেও তা অনেক প্রার্থীদের জন্য কঠিন বলে মনে করা হচ্ছে। তারপরও তাদের কাছে টানতে সম্ভাব্য প্রার্থীরা চেষ্টার ত্রুটি করবেন না এমনটা আলোচনা চলছে আসনটিতে। প্রার্থীরা মনে করেন তাদেরকে কাছে টানতে পারলেই বিজয়ের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে। আসনটিতে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যোগ্যপ্রার্থী রয়েছে সম্প্রতি তারা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভোটারদের সমর্থন আদায় ও তা ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এদিকে বিএনপির বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যাচ্ছে। তবে কেন্দ্র থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষেই কাজ করবে বলে অভিমত সাধারণ কর্মীদের। আসনটিতে সম্ভাব্য প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন বিএনপি নেতা জালাল উদ্দীন জিপু, এনসিপির প্রীতম দাশ এবং সিলেট মহানগর জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এড.মোহাম্মদ আব্দুর রব, গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. হারুনর রশিদ। সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি তৎপরতা দেখা গেলেও আসনটিতে জাতীয় পার্টির এখন পর্যন্ত তেমন তৎপরতা দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *