ePaper

কক্সবাজার সৈকতে ভেসে এলো মুশফিকুর রহিমের ভাইপোর লাশ

ফয়সাল আলম সাগর, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর উদ্ধার হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাইপো কলেজছাত্র জুহায়ের আয়মানের (১৭) মরদেহ। গতকাল সোমবার সকাল ৬টার দিকে সমিতি পাড়া সংলগ্ন সৈকত থেকে তার লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল। জুহায়ের আয়মান বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. শরিফুল ইসলামের ছেলে। তিনি জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ঘনিষ্ঠ আত্মীয়। পর্যটন শাখার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মো. আজিম খান জানান, বগুড়া থেকে ভ্রমণে আসা তিন কলেজ শিক্ষার্থী রোববার দুপুর আড়াইটার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যান। লাইফগার্ড সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন আয়মান। তিনি আরও জানান, জেলা প্রশাসনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও লাইফগার্ডের যৌথ তল্লাশি রাতভর চলার পর সোমবার ভোরে সমুদ্র থেকে তার লাশ ভেসে আসে। জুহায়ের আয়মানের মামা মো. মোজাহিদুর রহিম বলেন, পরিবারের পক্ষ থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে, সি-সেফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ বলেন, সৈকতের কয়েকটি স্থানে বিপজ্জনক গুপ্তখাল রয়েছে। লাবণী পয়েন্টের যেখান থেকে আয়মান নিখোঁজ হয়েছিলেন, সেটি পূর্ব থেকেই লাল পতাকা দিয়ে চিহ্নিত বিপজ্জনক স্থান ছিল। তিনি পর্যটকদের সতর্কতা মেনে সৈকতে নামার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *