ePaper

আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে লক্ষে ওয়ার্ড ভিত্তিক উন্মুক্ত সভা অনুষ্ঠিত

রবিউল করিম, ধামরাই

আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আয়োজিত উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জনগণের অংশ গ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সুশাসন বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত সভায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা। প্রধান অতিথির বক্তব্য বলেন আপনাদের এই পরিকল্পনা আগামী বছর রুপরেখার উন্নয়ন বাস্তবায়নের লক্ষে ইউনিয়ন পরিষদ কাজ করা যাবে। সুতিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম-সম্পাদক এমএইচ জামান, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য(১, ২, ৩)লাবনী আক্তার, বিএনপির নেতা সুলতান উদ্দিন সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *