ePaper

সূচকের মিশ্র প্রবণতা, কমেছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ সেপ্টেম্বর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচক কমলেও বেড়েছে বাছাই করা ৩০ শেয়ারের সূচক। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে। সার্বিক লেনদেনও কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৮ পয়েন্টে নেমেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে নেমেছে। তবে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে উঠেছে।আজ ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৭টির। বিপরীতে কমেছে ২২৩টির। আর ৪৭টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে আজ মোট ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৪১ কোটি ৬ লাখ টাকা। আজ ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবি আজিয়াটা পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট ৭৪ কোটি ৩৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকালও ৩৭ কোটি ৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে ডিএসইতে সর্বোচ্চ অবদান রেখেছিল এই কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *