ePaper

ময়লা পরিষ্কার করতেই কটাক্ষের শিকার অক্ষয়!

বিনোদন ডেস্ক

গণেশ চতুর্থী উৎসব শেষে প্রতি বছরই মুম্বাইয়ের জুহু সমুদ্র সৈকত ভরে যায় আবর্জনায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। খড়, ফুল, প্লাস্টিকসহ নানা ধরনের ময়লায় সৈকত ভরে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

তবে সমাজের জন্য ভালো কাজ করতে গিয়ে উল্টো নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, অক্ষয় কুমার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফড়নবিশের সঙ্গে জুহু সৈকত পরিষ্কার করছেন। কিন্তু এই ভালো কাজের জন্য প্রশংসার বদলে নেটিজেনদের কাছ থেকে কটাক্ষ শুনতে হয়েছে তাকে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিলেন অক্ষয়। সমাজের প্রতি নিজের দায়িত্ববোধ থেকেই এই কাজ করেছেন বলে জানান তিনি। অক্ষয় কুমার বলেন, ‘আমাদের এই পৃথিবীর যত্ন নিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা খুব জরুরি।’তার মতে, ‘পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সরকারের কাজ নয়, এটি সাধারণ মানুষেরও দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রীও পরিচ্ছন্নতার ওপর জোর দেন।’ অক্ষয়ের এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় সমালোচনা। অনেকেই তার এই উদ্যোগকে ‘লোকদেখানো’ বলে কটাক্ষ করেছেন। কেউ কেউ বলছেন, এটি পুরোপুরি নাটক। আবার কারো কারো দাবি, এটি তার আসন্ন সিনেমা ‘জলি এলএলবি ৩’-এর প্রচারের একটি কৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *