ePaper

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে থাকবেন যে বাংলাদেশি আম্পায়ার

ক্রীড়া প্রতিবেদক

অনেক নাটকীয়তার পর আসন্ন এশিয়া কাপ মাঠে গড়াতে যাচ্ছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এবার সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে মাঠের লড়াই। ঘোষিত সূচিতে দেখা গেছে, বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে। এবারের এশিয়া কাপেও থাকছেন দুই আম্পায়ার। একজন মাসুদুর রহমান মুকুল অন্যজন গাজী সোহেল। এ ছাড়া আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা। ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে মুকুলকে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এই অভিজ্ঞ আম্পায়ার। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *