রোকসানা পারভিন (ফরিদপুর) আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে বানা ও বুড়াইচ ইউনিয়নের উথলী বিল, পানিগাতী বিল ও শৈলমারী বিলের বিভিন্ন উন্মুক্ত জলাশয় থেকে আনুমানিক ১,৫০০০০ টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। গতকাল রোববার দুপুরে আয়োজিত অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ. কে. এম. রায়হানুর রহমান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তরুন বসু সার্বিক সহযোগিতা করেন। অভিযান শেষে জব্দকৃত চায়না দুয়ারী জাল উপজেলা পরিষদ পুকুরপাড়ে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু বলেন মৎস্য সম্পদ সংরক্ষণে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
