আ. কাদের (গাজীপুর)শ্রীপুর
গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জোড়পূর্বক জমি দখল ও বাড়িতে হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আলমগীর হোসেন ও তার বাবা আলাল উদ্দিন। শনিবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে নিজ বাড়িতে সংবাদ করেন তারা। সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন বলেন, দীর্ঘ ১৫ বছর যাবত টেপিরবাড়ী গ্রামের মৃত শাহজাহানের ছেলে মোস্তফা কামাল উজ্জল আমাদেরকে নানা ভাবে অত্যাচার, নির্যাতন করছে। দলীয় প্রভাব খাটিয়ে আমাদের সাড়ে পাঁচ শতাংশ জমি দখল করে নিয়েছে। আমাদের নামে ৭/৮টি মামলা দিয়েছে। উজ্জ্বল এলাকায় সন্ত্রাসী প্রকৃতির লোক আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমাদের পরিবার তার ভয়ে জীবনযাপন করছি। সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে তার বিচারের দাবী জানাচ্ছি। আমরা তার তার চাঁদাবাজী অত্যাচার থেকে মুক্তি চাই।
