ePaper

রূপগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও র‌্যালী


মো.শাহাজাহান মিয়া(নারায়ণগঞ্জ) রূপগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারাব পৌরসভার যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। বুধবার বিকাল ৪ টায় মাঝিনা সেতুর পশ্চিম পাড় (কায়েতপাড়া) থেকে শুরু হয়ে রূপগঞ্জের কাজী আব্দুল হামিদ উচ্চবিদ্যালয় এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন তারাবো পৌর যুবদলের আহবায়ক আফজাল কবির। তিনি বলেন, “আমরা শহীদ জিয়া’র আদর্শে বিশ্বাসী এবং বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। তারাবো পৌর যুবদল মুস্তাফিজুর রহমান দিপু ভাইয়ের নেতৃত্বে একত্রিত হয়ে কাজ করব এবং আমাদের মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জে উন্নয়ন ও সংগঠনকে আরো শক্তিশালী করতে সচেষ্ট থাকব।”বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল, সেই স্মৃতিকে স্মরণ করেই তারাবো পৌর যুবদলের সদস্যরা এ আনন্দ র?্যালীতে অংশগ্রহণ করেছেন। মিছিলে আরো উপস্থিত ছিলেন: তারাব পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হাসান ইমাম বাবুল, তারাব পৌর ৬ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মকবুল ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম বুলবুল, সহ যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভূঁইয়া হিরন, সহ-সভাপতি সেকান্দর বাদশা, যুবদল নেতা মো. কাওসার ভূঁইয়া, ৪ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মাসুদ, ৫ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,৬ নং ওয়ার্ডের পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আনোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক দুলাল হোসেন, যুবদল নেতা পারভেজ ভূঁইয়া, বাবুল মিয়া, সেলিম সিকদার। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অংগ্রহণকারী যুবদল সদস্যদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা তৈরি করে যা কর্মী ও সমর্থকদের মধ্যে দৃঢ় ঐক্যবদ্ধতা সৃষ্টি করে। এই ঐতিহাসিক দিনে বিএনপির নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে নতুন উদ্যম ও উৎসাহের সৃষ্টি হয়েছে, যা আগামীতে তাদের রাজনৈতিক কার্যক্রমকে আরো শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *