নারায়ণগঞ্জ প্রতিনিধি
?নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাবু হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- জহিরুল। এছাড়াও এ মামলায় আরও ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, নারায়ণগঞ্জে হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড ও ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
