ePaper

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ জেলা সম্মেলনে লাল পতাকা মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর ত্রয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক। সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবির ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী। এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেন এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী পর্ব শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়। সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। কোটি কোটি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। তারা আরও বলেন, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, অথচ সেই লুটপাটকারীদের এখনো বিচার করা হয়নি। যারা অনৈতিকভাবে রাজনীতি ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। গরিব, মেহনতি মানুষের স্বার্থে ‘ছিনিমিনি খেলা’ আর চলবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *