ePaper

শ্রমিক হাবিব হত্যা ও আহতদের ক্ষতিপূরণ এবং বিচার দাবিতে সাভারে মানববন্ধন

এসএ রশিদ(ঢাকা)সাভার

নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীন গার্মেন্টসের শ্রমিক মো. হাবিব প্রশাসনের গুলিতে নিহত ও পাচঁ জন গুলিবিদ্ধসহ বিভিন্ন গার্মেন্টসের শতাধিক শ্রমিকের আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সাভারের ধ্বংসস্তূপ রানা প্লাজার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবী ঐক্য পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমজীবী ঐক্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সহ-সভাপতি আলী আকবর, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ এবং সাংগঠনিক সম্পাদক রাসেল প্রামাণিক। বক্তারা নিহত হাবিবের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। একই সাথে আহত শ্রমিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু এভারগ্রীন গার্মেন্টসের ঘটনা প্রমাণ করে যে শ্রমিকদের জীবন ও নিরাপত্তা আজও হুমকির মুখে। তারা এই ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উপস্থিত শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই আন্দোলনে সংহতি প্রকাশ করেন এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *