ePaper

‘শেয়ারবাজারে বিনিয়োগে ফান্ডামেন্টালের সঙ্গে কৌশল ও টুলস জানতে হবে’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিনিয়োগ কৌশল ও টুলসও খুবই জরুরি। এগুলো একে অপরের সঙ্গে পারস্পরিকভাবে সম্পর্কিত।ডিএসই ট্রেনিং একাডেমীতে আয়োজিত ‘ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস অ্যান্ড টুলস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্ব ছিল বুধবার। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বক্তব্যে মিনহাজ মান্নান ইমন বলেন, শেয়ারবাজারে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য মৌলিক বিশ্লেষণ, বিনিয়োগের কৌশল এবং আধুনিক টুলস সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। কারণ পুঁজিবাজার অন্য যেকোনো পেশার মতো নয়। এখানে ভুল বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ সবসময় বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, আধুনিক ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তোলা, যেখানে বিনিয়োগকারীরা আস্থা ও নিরাপত্তার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ডিএসইর এই পরিচালক বলেন, আমি বিশ্বাস করি, এখানে অর্জিত জ্ঞান আপনাদের একজন দায়িত্বশীল ও সচেতন বিনিয়োগকারী হতে সহায়তা করবে। মূলত দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বিষয়গুলোর গুরুত্ব অপরিসীম।কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রয়, শান্তা সিকিউরিটিজ লিমিটেডের হেড অব রিসার্চ স্ট্রাটেজিক প্ল্যানিং এস এম গালিবুর রহমান এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম ফজলে রাব্বি। প্রশিক্ষকরা ম্যাক্রো এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক এন্ড ইন্ডাস্ট্রি এনালাইসিস এবং ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল মেথড সম্পর্কে আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *