চুয়াডাঙ্গা প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ করার দায়ে চুয়াডাঙ্গার দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান থেকে জানা যায়, তদারকি অভিযান হিসেবে হাসপাতাল এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় জনতা ক্লিনিক ও নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারের ফ্রীজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। এর দায়ে জনতা ক্লিনিককে ৩০ হাজার টাকা ও নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তাকে সহযোগিতা করেন চুয়াডাঙ্গার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর সেনেটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ও ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম।
