ePaper

ধর্ষণ হুমকির প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধষর্ণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেত্রীদের হেনস্থা এবং সাইবার বুলিংয়ের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ছাত্রদল মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা এই বিক্ষোভ দেখিয়েছে। দুপুরে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে কলেজ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলনেতা বৃষ্টি খাতুন এবং মীম খাতুন। বক্তারা বলেন, কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের অপমান করা হচ্ছে। তাদেরকে সাইবার বুলিংক করা হচ্ছে। এমনকী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রিটকারী শিক্ষার্থীকে প্রকাশ্যে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়েছে। শিবিরের এই কার্যক্রম ক্যাম্পাসের পবিত্রতা ক্ষুণ্ন করেছে। ছাত্রদল নেতারা হুশিয়াশি দিয়ে বলেছেন, সোনার বাংলায় ধর্ষকদের কোনে ঠাঁই হবে না। কিন্তু, দুঃখের বিষয় কলেজ প্রশাসন এবং সরকার এসব অপরাধের বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বক্তারা। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *