চট্টগ্রাম ব্যুারো
গত ১ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কনফারেন্স হলে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর এর পরিচালক জনাবা সোনিয়া সুলতানা মহোদয়ের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন রিহ্যাব এর পক্ষ থেকে ভবন নির্মাণের জন্য পরিবেশগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। তিনি রিহ্যাবের জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস সেল চালু ও রিহ্যাবের বিষয়গুলো দেখার জন্য পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করার বিষয়ে অনুরোধ করেন। সভায় রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, মোহাম্মদ মোরশেদুল হাসান রিহ্যাব সদস্য কোম্পানীগুলোর বিরুদ্ধে কোন নোটিশ দেওয়ার পূর্বে বিষয়টি রিহ্যাবকে অবহিত করার প্রস্তাব করেন। এ সময় তিনি ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রামে পাহাড় সম্বলিত এলাকায় পরিবেশ বান্ধব প্রকল্প নির্মাণে যাতে পরিবেশ অধিদপ্তরের অহেতুক বিড়ম্বনার সম্মুখীন হতে না হয় সেজন্য পরিবেশ অধিদপ্তরের সহযোগীতা কামনা করেন। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর এর পরিচালক সোনিয়া সুলতানা রিহ্যাবের দাবি গুলোর সাথে একমত পোষণ করেন এবং পরিবশেগত বিষয়ে রিহ্যাব সদস্যদের বিষয় গুলো অগ্রাধিকার ভিত্তিতে তাঁর দপ্তর থেকে কম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন। সভায় দেশের উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, মোহাম্মদ মাঈনুল হাসান, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান, সহকারী পরিচালক রোমানা আকতার, সহকারী পরিচালক সাইফুর ইসলাম, সহকারী পরিচালক ঊর্মি সরকার এর প্রমুখ।
