ePaper

চবিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসালো ফ্রেশ অনন্যা

নিজস্ব প্রতিবেদক

পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর কাপড় ব্যবহারের ফলে সার্ভিক্যাল ইনফেকশন হতে পারে। সেই সঙ্গে অস্বাস্থ্যকর কাপড় ব্যবহারের ফলে পরবর্তীতে বন্ধ্যাত্ব ও ক্যান্সারের ঝুঁকি থাকে। এর জন্য প্রয়োজন জনসচেতনতা। এ লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘এক্সিলেন্স বাংলাদেশের’ সঙ্গে যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২টি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসিয়েছে ফ্রেশ অনন্যা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) চবির সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদে এই  ?দু’টি ভেন্ডিং মেশিন বসানো হয়। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ হৃদয় চন্দ্র তারুয়া ভবনে ‘মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড অ্যাওয়েরনেস’ শীর্ষক একটি সেমিনারও আয়োজিত হয়। এর আগে ‘এক্সিলেন্স বাংলাদেশের’ সঙ্গে যৌথভাবে প্রায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্পোরেট অফিসে এই ক্যাম্পেইন চালানো হয়েছে। যার মধ্যে রয়েছে– ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলহাজ্ব নূর মিয়া ইউনিভার্সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, গ্রামীণফোন, দ্য ডেইলি স্টারসহ অন্যান্য স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইয়াহিয়া খান বলেন, আমাদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি এক্সিলেন্স বাংলাদেশ ও ফ্রেশ অনন্যাকে ধন্যবাদ জানাই এ ধরনের কার্যক্রম আয়োজনের জন্য এবং স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। ভবিষ্যতে আমরা এ ধরনের কাজ আরও করবো।সেমিনারে আরও বক্তব্য দেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের মাননীয় ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন এবং ডা. তাজকিতুল ইসলাম মহুয়া। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন।

ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮-এর তথ্যানুসারে, বাংলাদেশে মাত্র ২৯ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। অর্থাৎ প্রায় ৭১ শতাংশ নারী এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না।

ফ্রেশ অনন্যাই বাংলাদেশের প্রথম ও একমাত্র স্যানিটারি ন্যাপকিন, যাতে রয়েছে ডাবল লেয়ারড অ্যাডভান্সড অ্যাবজর্পশন টেকনোলজি। সুবিধা ও উপযোগিতার কথা বিবেচনায় রেখে, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনে ব্যবহার করা হয়েছে এয়ারলেইড পেপার এবং এডিএল লেয়ার। যা নিশ্চিত করে আরও দ্রুত শোষণ এবং সুরক্ষা। তাই পিরিয়ডের দিনগুলো কাটে আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *