ePaper

বোল্ড লুকে শ্রাবন্তী, জানালেন সুখে থাকার রহস্য

বিনোদন ডেস্ক

ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। আসছে পূজায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। আর সিনেমাটির ব্যস্ততার মাঝেও সামাজিক মাধ্যমে ঝড় তুলছেন এই নায়িকা।

নানা কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন শ্রাবন্তী। প্রায়ই ভিন্ন ভিন্ন রূপে ভক্তদের সামনে হাজির হন; এবারও তার ব্যতিক্রম হলো না। তাই প্রতিবারের মতো এবারও ভক্তদের চমকে দিয়ে নতুন লুকে হাজির হলেন এই নায়িকা। সোমবার দুপুরে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেন শ্রাবন্তী; যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যেখানে মূলত শ্রাবন্তীর আকর্ষণী-আবেদনময়ী এই লুক মুগ্ধ করেছে ভক্তদের।ছবিগুলোতে দেখা যায়, এদিন হালকা গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। পোশাকটির বুকের দিকে রয়েছে কাজ এবং সাজসজ্জা। সঙ্গে খোলা চুল, বোল্ড মেকআপে ফুটে ওঠে স্নিগ্ধতা।

দেখা যায়, কখনো টেবিলের পাশে দাঁড়িয়ে হাতে শ্যাম্পেনের গ্লাস, কখনো বাতাসে উড়ছে খোলা চুল- ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় কিছু বোল্ড পোজ! যা ভক্তদের মন কাড়ার জন্য ছিলো যথেষ্ট।ছবিগুলোর ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, ‘নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম রহস্য।’ শ্রাবন্তীর এই ছবিগুলো দেখে মন্তব্যঘরে ভক্তরা ভালোবাসা আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।তবে দিন কয়েক আগেও এমন গোলাপি আভায় ভিন্ন সাজে মুগ্ধতা ছড়িয়েছিলেন অভিনেত্রী। তখন তিনি পরেছিলেন গোলাপি রঙের একটি লেহেঙ্গা; খোলা চুল আর হালকা মেকআপে সেদিনও ছড়ান মুগ্ধতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *