ePaper

নুর হোসেন স্মৃতি বয়স্ক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বাবুল আহমেদ,মানিকগঞ্জ

আনন্দ উল্লাস আর উৎসবে মেতেছিল খেলোয়াড়সহ শত শত জনতা। মানিকগঞ্জ পৌর এলাকার পৌলী বুলবুল ক্লাব মাঠ প্রাঙ্গণে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে নুর হোসেন স্মৃতি বয়স্ক প্রীতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পৌলী বুলবুল ক্লাবের সভাপতি মো. আওলাদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গঠনমূলক বক্তব্য রাখেন বিজ্ঞ আইনজীবি মো. মেজবাউল হক মেজবা। খেলার শুভ উদ্বোধন করেন মুন্নু মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, গাইনী বিশেষজ্ঞ ডা. নাসিমা আক্তার, মানিকগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, এ্যাডভোকেট রেজাউল করিম রেজা, ধামরাই উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. তমছের আলী, বিশিষ্ট সমাজ সেবক মো. ছানোয়ার হোসেন বাচ্চু। গ্রামের শত শত লোকের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত ৬০ বছরের উর্দ্ধে বয়স্কদের ফুটবল খেলায় অবসরপ্রাপ্ত চাকুরীজীবি দল, ব্যবসায়ী দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনায় ছিলেন প্রভাষক মশিউর রহমান, রেজাউল করিম রেজা, মাসুম শিকদার। সঞ্চালনায় ছিলেন সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আনোয়ার হোসেন মাষ্টার, শাহিনুর রহমান, মিজানুর রহমান, নুরুল ইসলাম, নাজমুল হাসান নাহিদ, জমায়েত হোসেন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *