অজয় সাহা (নরসিংদী) রায়পুরা
গতকাল রোববার নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর বাজারে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। অভিযানকালে অনুমোদন ব্যাতিরেকে সার বিক্রয়ের অপরাধে মোট ৬ দোকান মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ৭০ বস্তা সার, যা পরে স্পট নিলামের মাধ্যমে ৭৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। এসময় ব্যবসায়ীদের সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। অভিযানে উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো. সোহেল রানা, রায়পুরা থানা পুলিশ এবং আনসার বাহিনী সহযোগিতা করেন। ইউএনও জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
