ePaper

টানা ৮দিনের মতো অবস্থান কর্মসূচি আজ ক্লাস ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে টানা ৮ম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল থেকে উপাচার্য ভবনের সামনেই শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। তারা গতকাল বিকাল ৩:৩০ পর্যন্ত এই কর্মসূচি পালন করে। একই সাথে দুই দাবি পূরণ হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং আজ থেকে নতুন কর্মসূচি আসতে পারে। এর পূর্বে গত ২০ আগস্ট থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিনে আন্দোলন বন্ধ থাকে। ফলে রবিবার থেকে অবস্থান কর্মসূচি পুনরায় শুরু হয়ে আজ ৮ম দিনের মত আন্দোলন চলছে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আটটা টু আটটা, বাজায় কার ঘন্টা’, ’ ভিসি স্যার জানেন না নাকি, আমরা এখানে বসে গেছি’ ভিসিস্যার শুনছেন নাকি, আমরা এখানে বইসা গেছি, হচ্ছে হবে বাদ দাও, কবে হবে বলে দাও, করছি করছি বাদ দাও, কবে হবে বলে দাও, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ’সিন্ডিকেটের গদিতে, আগুন জ্বালো একসাথে, জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার, বৃত্তি আমার অধিকার মুখে দেওয়ার সাধ্য কার, বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান, আবাসন বৃত্তি দিতে হবে, দিয়ে দাও, এ লড়াইয়ে জিতবে কারা, জবিয়ান জবিয়ান, এ লড়াইয়ে হারবে কারা, প্রশাসনের দালালেরা, এ লড়াইয়ে হারবে কারা সিন্ডিকেটের দালালেরা, সহ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়। অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশ, ইসলামিক ছাত্র আন্দোলন সহ ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকের পরিষদের সভাপতি থেকে এ কে এম রাকিব বলেন, “প্রশাসন এখন পর্যন্ত সম্পূরক বৃত্তি নিয়ে কিছু বলেনি এমনকি গত মঙ্গলবার সিন্ডিকেট হওয়ার পরেও তারা জকসুর নীতিমালা এখনো ইউজিসিতে পাঠাতে পারেনি। আমরা এই অথর্ব প্রশাসনকে আর কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আজ থেকে অবস্থানসহ ক্লাস ক্যাম্পেইন এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *