জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী সাময়িক বহিষ্কৃত হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। বুধবার দুপুরে তাকে কেন্দ্রীয় শহীদ মিনার, ক্যাফেটেরিয়া এলাকা ও কাঁঠালতলায় ঘুরতে দেখা যায়। এছাড়া দুপুর ২টার পর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীনের অনুপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে রুমের মধ্যে চেয়ারে বসে থাকতে দেখা যায়। এই ঘটনা ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও তার এ আচরণ আমাদের সিদ্ধান্তকে অযৌক্তিক প্রমাণ করেছে। বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।” শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর অফিস সহকারী জানান তিনি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভাইভা নেওয়ার জন্য গেছেন। এছাড়াও তাকে ফোন কল করা হলে তিনি রিসিভ করে নাই। উল্লেখ্য, নিয়োগে অনিয়ম, ক্লাস না নেওয়া, খাতা মূল্যায়নে স্বেচ্ছাচারিতা ও ভর্তি পরীক্ষায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে গত মঙ্গলবার তাকে সাময়িকভাবে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।
