শরিফা বেগম শিউলী,রংপুর
রংপুরে নেসকোতে কর্মরত সহকারী প্রকৌশলী রকূণূজ্জামাণকে জবাই করে হত্যার হুমকির ঘটনায় চরম ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন প্রকৌশলীরা। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর আরকে রোডস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্র। প্রকৌশলী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাকিউল আলম, প্রকৌশলী আব্দুল মতিন, সদস্য প্রকৌশলী শাহরিয়ার মিরাজসহ অন্যরা। বক্তারা বলেন, দেশের বিদ্যুৎ, শিল্প, অবকাঠামো ও প্রযুক্তি খাতে প্রকৌশলীরা সব সময় সামনের কাতারে থেকে কাজ করে আসছেন। অথচ কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও মর্যাদা আজ মারাত্মক হুমকির মুখে। প্রকৌশলী রকূণূজ্জামাণের মতো একজন দায়িত্বশীল কর্মকর্তাকে জবাই করার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে আইইবির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী সাকিউল আলম, সাধারণ সম্পাদক, আইইবি রংপুর কেন্দ্র। তিনি বলেন, “যে কোনো রাষ্ট্রের অবকাঠামোগত, শিল্প, প্রকৌশল ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য প্রকৌশলীদের যথাযথ নিয়োগ, পদোন্নতি, পদায়ন, কর্মস্থলে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত ২৫ আগস্ট সহকারী প্রকৌশলী রকূণূজ্জামাণ কর্মস্থলে দায়িত্ব পালনকালে জবাই করে হত্যার হুমকির শিকার হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি। সম্মেলনে রংপুরের বিভিন্ন সরকারি প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
