ePaper

জলঢাকায় ক্ষুদ্র শিল্প পণ্য মেলা বন্ধের হুমকিতে এনসিপির সংবাদ সম্মেলন

মিলন পাটোয়ারী, জলঢাকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক নীলফামারী জলঢাকায় সুস্থ বিনোদন এবং ফ্যাসিবাদ বিরোধী নানা কর্মসূচী বাস্তবায়নের লক্ষে আয়োজিত ক্ষুদ্র শিল্প পণ্য মেলায় বন্ধের হুমকিতে কতিপয় সেখানে একটি কুচক্রী মহল ১০টি স্টল বরাদ্দসহ অনৈতিক কিছু দাবী-দাওয়া নিয়ে মেলা বন্ধের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মেলা আয়োজক কমিটি এনসিপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ গেট সংলগ্ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলিয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জলঢাকা উপজেলা শাখার প্রধান সমন্বয়ককারী রেজাউল করিম রাজু। এ সময় উপস্থিত ছিলেন, মোহায়মেনুর রহমান সানা, আহসান হাবীব রক্সি, নেওয়াজ নিশান, এনসিপি নির্বাহী সদস্য বকুল আহমেদ, খলিলুর রহমান, এনসিপি উপজেলা মহিলা নেত্রী রিনার আক্তার, রবিউল ইসলাম, সাবেক ছাত্র সমান্বয়ক, ইয়ামিন আল ইসলাম, সাগর প্রমুখ। লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরে এনসিপির প্রধান সমন্বয়ক রেজাউল করিম রাজু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ, জুলাই যোদ্ধাদের নিয়ে নানাবিধ আয়োজন, শিশুদের সুস্থধারার বিনোদন, রাজনৈতিক চর্চা বৃদ্ধি, সুস্থধারার বিনোদনসহ ৫ই আগষ্টের স্মৃতিচারণ উম্মোচন করার লক্ষ নিয়ে জলঢাকার সামাজিক, সূধী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে একটি গ্রামীন শিল্প পণ্য মেলার আয়োজন করি। অপকৌশলের অংশ হিসাবে এই মেলায় বন্ধ করতে একটি কুচক্রী মহলের ইন্দোনে একটু চক্র উঠে পরে লেগেছে। লিখিত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ককারী আরো বলেন, আয়োজিত এই মেলায় কোনরুপ অসামাজিক ও অবৈধ কর্মকান্ড, জুয়া, লটারি এমনকি প্রবেশ টিকিট পর্যন্ত ফ্রি করা হয়েছে। সেখানে একটি কুচক্রী মহল ১০টি স্টল বরাদ্দসহ অনৈতিক কিছু দাবীদাবা নিয়ে মেলা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে আমরা মেলা আয়োজক কমিটি দুঃখ প্রকাশ করছি। আমরা স্থানীয় প্রশাসনসহ জলঢাকার প্রতিটি স্তরের সাধারন মানুষের সার্বিক সহায়তায় এই মেলার কার্যক্রম পরিচালনা করে সুস্থধারার বিনোদন দিতে চাই। এ জন্য আমরা প্রতিপক্ষ চাই না বরং সকল রাজনৈতিক, সামাজিক, সুশীল, সূধী ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এ শিল্প মেলা বাস্তবায়ন করতে চাই। তাই সকলের সার্বিক সহায়তা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *